বৃক্ষরোপণ কর্মসূচি ও নির্মল বাংলা অভিযান

বৃক্ষরোপণ কর্মসূচি ও নির্মল বাংলা অভিযান ২০১৯
উন্নত সভ্যতায় মানব সমাজের নানান চাহিদার ফলে ধ্বংস হচ্ছে প্রকৃতি। তার ফলে বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়ছে পৃথিবীর উপর। তাই ৮ই কার্তিক ১৪২৬ ইং  ২৬.১০.৩০১৯ শনিবার  বিশ্বউষ্ণায়ন প্রতিরোধ করার লক্ষ্যে হরিপুর ঐক্যতান সংঘ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে বৃক্ষরোপণ কর্মসূচি, সঙ্গে চারা গাছ বিলি করা হবে। বিশেষ উপস্থিতিতে থাকছেন পরিবেশবিদ শ্রী মধুসূদন পড়ুয়া মহাশয়। তাই সবারে রইল আহ্বান।।




তারিখ: ১০ই কার্তিক ১৪২৬ ( ইং ২৮.১০.২০১৯) সোমবার
সময়: বিকাল ৪ টায়
স্থান : হরিপুর (বট-অশ্বথ মোড়, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর

____________________________

পথনির্দেণ : চণ্ডীপুর থেকে নন্দীগ্ৰামগামী অথবা নন্দীগ্ৰাম থেকে চণ্ডীপুরগামী বাসে হরিপুর বাস স্টপেজে নেমে দক্ষিন দিকে ৫ মিনিটের হাঁটাপথ বট-অশ্বস্থ মোড়

No comments:

Post a Comment

Follow us @aikyatansangha