প্রকাশিত হলো ঐক্যতান সংঘের সম্পূর্ণ অনুষ্ঠানসূচি
সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজা বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহামিলনোৎসব– ২০১৯মাতৃআরাধনায়- ঐক্যতান সংঘ
স্থাপিত-১৯৮৮
স্থান- হরিপুর বট- অশ্বস্থ মোড়
হরিপুরঃঃ নন্দীগ্রামঃঃ পূর্ব মেদিনীপুর
তারিখ- বাংলা- ৮ই কার্ত্তিক থেকে ১৩ই কার্ত্তিক ১৪২৬ ইং- ২৬/১০/২০১৯ থেকে ৩১/১০/২০১৯ (শনিবার থেকে বৃহস্পতিবার)
আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী ঐক্যতান সংঘ আপনাদের সহযোগিতায় শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। মাতৃবন্দনাকে কেন্দ্র করে পাঁচ দিন ব্যাপি বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির বৈচিত্র্যময় অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।এই প্রয়াস সার্থক করে তুলতে পূজা প্রাঙ্গণে সকলের সাংচর্য্য যেন এই সহমিলন ক্ষেত্রে পাই। আমাদের মায়ের আরাধনা সার্থক ও সুন্দর হোক আপনার সানন্দ উপস্থিতিতে এই প্রত্যাশার আন্তরিক আমন্ত্রণ জানাই।।
Download করুন সম্পূর্ণ অনুষ্ঠান সূচি নীচে Download Now তে ক্লিক করুন 👇
কোনো প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করতে ও বিশদ জানতে
Mobile No : 8670910641/ 9775346836
WhatsApp : 96795885679
নাম জমা দেওয়ার শেষ তারিখ ২৫/১০/২০১৯
পথনির্দণ: চণ্ডীপূর থেকে নন্দীগ্ৰামগামী বাসে হরিপুর বাসস্টপে নেমে দক্ষিন দিকে ৫ মিনিটের হাটাপথ বট-অশ্বস্থ মোড়।
✳ এই ৩২তম বর্ষে সবারে রইলো আহ্বান ✳
No comments:
Post a Comment