নৃত্যের তালে তালে নতুন প্রতিভা অন্বেষণ Season 3

নৃত্যের তালে তালে নতুন প্রতিভা অন্বেষণ Season 3

সার্বজনীন শ্রীশ্রী শ‍্যামা পূজা
বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও
মহামিলনোৎসব– ২০১৯
নৃত্যের তালে তালে নতুন প্রতিভা অন্বেষণ রিয়্যালিটি শো ঐক‍্যতান সংঘের নৃত্যের তালে তালে নতুন প্রতিভা অন্বেষণ Season 3 তে পা দিলো এবছরো রয়েছে অনেক চমক। এই নৃত‍্যানুষ্ঠান যার নাম নৃত্যের তালে তালে নতুন প্রতিভা অন্বেষণ রিয়্যালিটি শো, এই নৃত‍্যানুষ্ঠান টি রাউন্ড ভিত্তিক হবে। এই রিয়্যালিটি শো টি ৫ম শ্রেণী থেকে তদুর্ধ্ব পর্যন্ত বালক/বালিকা অংশগ্রহণ করতে পারবে, এখানে নিয়ম অনুযায়ী প্রত‍্যেক প্রতিযোগী ও প্রতিযোগিনীদের তিনটি রাউন্ড বা Level পার করতে হবে কিন্তু প্রত‍্যেক রাউন্ড বা Level এর শেষে এলিমিনেশন থাকছে।।

রাউন্ড গুলি থাকছে.....
রাউন্ড
 নৃত‍্যের বিষয়
 ১ম
রাউন্ড
 যে কোনো রবীন্দ্রনৃত্য 
 ২য়
রাউন্ড
 যে কোনো লোকগীতি/নজরুলনৃত্য
 ৩য়
রাউন্ড
 রুচিমার্জিত যে কোনো আধুনিক বাংলা / হিন্দি নৃত্য
(ছায়াছবির গানও চলবে)

পুরস্কার থাকছে :
প্রথম পুরস্কার : ২০০১ টাকা তৎসহ সুদৃশ্য ট্রফি ও মেডেল
দ্বিতীয় পুরস্কার : ১৫০১ টাকা তৎসহ সুদৃশ্য‌ ট্রফি ও মেডেল
তৃতীয় পুরস্কার : ১০০১ টাকা তৎসহ সুদৃশ্য ট্রফি ও মেডেল

এছাড়াও প্রত‍্যেক এলিমিনেশন প্রতিযোগীদের জন‍্য সান্তনা পুরস্কারের ব‍্যবস্থা রয়েছে এবং ফাইনাল রাউন্ডে বাকী সমস্ত প্রতিযোগীদের জন‍্য বিশেষ পুরস্কারের ব‍্যবস্থা রয়েছে।।
             আশাকরি আপনাদের আমাদের নৃত্যের তালে তালে নতুন প্রতিভা অন্বেষণ রিয়্যালিটি শো এর সমস্ত নিয়মাবলী বোঝাতে পেরেছি।
আরো বিশদে জানতে আমাদের ফোন করুন : 9775346836,  8670910641

আপনি এই প্রতিযোগিতায় আগ্রহী হলে এখুনি নাম নথিভুক্ত করুন, নাম নথিভুক্ত করতে Register Now তে ক্লিক করুন ।। 👇
        নাম জমা দেওয়ার শেষ তারিখ ২৭/১০/২০১৯
_______________________________
পথনির্দেণ : চণ্ডীপুর থেকে নন্দীগ্ৰামগামী অথবা নন্দীগ্ৰাম থেকে চণ্ডীপুরগামী বাসে হরিপুর বাস স্টপেজে নেমে দক্ষিন দিকে ৫ মিনিটের হাঁটাপথ বট-অশ্বস্থ মোড়

No comments:

Post a Comment

Follow us @aikyatansangha