সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজা
বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও
মহামিলনোৎসব– ২০১৮
মাতৃআরাধনায়- ঐক্যতান সংঘ
স্থাপিত-১৯৮৮
স্থান- হরিপুর বট- অশ্বস্থ মোড়
হরিপুরঃঃ নন্দীগ্রামঃঃ পূর্ব মেদিনীপুর
তারিখ- বাংলা- ১৯শা কার্ত্তিক থেকে ২৩শা কার্ত্তিক ১৪২৫ ইং- 06.11.2018 থেকে 10.11.2018 (মঙ্গলবার থেকে শনিবার)
————————
ভবানীপ্রসাদ সিংহটাল
————————
হে সুজন,
আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী ঐক্যতান সংঘ আপনাদের সহযোগিতায় শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। মাতৃবন্দনাকে কেন্দ্র করে পাঁচ দিন ব্যাপি বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির বৈচিত্র্যময় অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।এই প্রয়াস সার্থক করে তুলতে পূজা প্রাঙ্গণে সকলের সাংচর্য্য যেন এই সহমিলন ক্ষেত্রে পাই। আমাদের মায়ের আরাধনা সার্থক ও সুন্দর হোক আপনার সানন্দ উপস্থিতিতে এই প্রত্যাশার আন্তরিক আমন্ত্রণ জানাই।।
—————————
সুখেন ঘোড়াই
সম্পাদক
পলাশ ঘোড়াই
সহ-সম্পাদক
রাজেশ পন্ডা
সহ-সম্পাদক
কমল ঘোড়াই
সহ-সম্পাদক
অভিজিৎ ঘোড়ই
কোষাধ্যক্ষ
সৌমিত্র ঘোড়ই
কোষাধ্যক্ষ
তরুন ভূঞ্যা
সহ-কোষাধ্যক্ষ
রঞ্জন পন্ডা
সহ-কোষাধ্যক্ষ
উপদেষ্টা মন্ডলী : বিবেকানন্দ চক্রবর্তী, সন্তোষ রাণা, রবিশঙ্কর গিরি, কিরন শঙ্কর পন্ডা, আশীষ চক্রবর্ত্তী, দীপাঞ্জন পন্ডা, কানাইলাল ঘোড়ই, শশাঙ্ক শেখর ভূঞ্যা , প্রবোধ ঘোড়াই, সুবোধ ঘোড়াই, বংশিবদন পন্ডা
হিমাংশু ঘোড়ই, কমলজিৎ ঘোড়ই, বাবুলাল ঘোড়ই, সুশীল ঘোড়ই, ভানুলাল ঘোড়ই, বাসুদেব ঘোড়ই
পূজা পরিচালনায়
র্কায্যবাহী কমিটি
সভাপতি- সুরজৎ ঘোড়ই
সহ-সভাপতি– নাড়ুগোপাল ঘোড়াই, প্রদীপ পন্ডা
সাংস্কৃতিক বিভাগ
সম্পাদক- পীযূষ ঘোড়ই
সহ সম্পাদক- কৌশিক ঘোড়ই, সৌরভ ঘোড়ই
ক্রীড়া বিভাগ
সম্পাদক- প্রসেনজিৎ ঘোড়ই
সহ সম্পাদক- সৌভিক ঘোড়ই, সত্যজিৎ ঘোড়ই
স্বাস্থ্য বিভাগ
সম্পাদক- চন্দন ঘোড়ই
সহ সম্পাদক- দিপঙ্কর মান্না, বুদ্ধদেব ঘোড়ই
অতিথি আপ্যায়ন
দুর্গাপদ ঘোড়ই, শ্যামল ঘোড়ই, রাজু পাল, অনিমেষ ঘোড়ই, সন্দীপন দাস তৎসহ যুব কমিটি
আমাদের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি দেখতে হলে এখুনি ক্লিক করুন ডাউনলোড পোগ্রাম লিষ্টে 👇
Download Program List
✳ এই ৩১তম বর্ষে সবারে রইলো আহ্বান ✳
আজ (07/11/2018) চতুর্থ শ্রেণীর মেধা পরীক্ষা খুব ভালো আয়োজন।
ReplyDelete৬৭-একটি তরল পদার্থের উদাহরণ হল(ক)কেরোসিন (খ)রূপা (গ)সোনা (ঘ) পারদ।
এখানে প্রশ্ন অনুযায়ী দুটি উত্তর ঠিক(ক)এবং(ঘ)