বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ২০১৮
সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজা
বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও
মহামিলনোৎসব– ২০১৮
মাতৃআরাধনায়- ঐক্যতান সংঘ
সুধী,
প্রতি বছরের মতো এবছরও আমাদের সংগঠনের উদ্যোগে আগামী ৭ই নভেম্বর ২০১৮ (বুধবার) সকাল ১১টায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন, চৈতন্যপুর।
শিবিরের বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা চক্ষু পরীক্ষার পর বিনামূল্যে চশমা প্রদান করা হবে এবং শিবিরের পরবর্তীকালে চিকিৎসকের পরামর্শমতো নির্ধারিত রোগিদের বিনামূল্যে ছানী অপারেশনের ব্যবস্থা করা হবে। পরীক্ষাটি সম্পূর্ণ বিনামূল্যে হবে।।
কিছু প্রয়োজনীয় তথ্য:
• শিবিরের তারিখ ও সময় : ৭ই নভেম্বর ২০১৮ বুধবার, সকাল ১১টায়
• পথ র্নিদেশ : চণ্ডীপূর থেকে নন্দীগ্ৰামগামী বাসে হরিপুর বাসস্টপে নেমে দক্ষিন দিকে ৫ মিনিটের হাটাপথ বট-অশ্বস্থ মোড়।
• যোগাযোগ : 8967014916, 9679588579
আপনি এই চক্ষু পরীক্ষা শিবিরে আগ্রহী হলে এখুনি নাম নথিভুক্ত করুন, নাম নথিভুক্ত করতে Register Now তে ক্লিক করুন ।।👇
আসাকরি আপনার/ আপনাদের উপস্থিতি আমাদের কর্মসূচিগুলিকে সার্থক করে তুলবে।।
No comments:
Post a Comment